বাইডেনের সাথে সম্পর্কের উন্নতির উপায় খুঁজছেন পুতিন

253

সেন্ট পিটার্সবার্গ, ৫ জুন, ২০২১ (বাসস ডেস্ক) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, তিনি এ মাসের শেষদিকে প্রতিপক্ষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রথম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের মারাত্মক অবনতির উন্নতি আশা প্রকাশ করছেন। খবর এএফপি’র।
জেনেভায় ১৬ জুন তাঁরা মুখোমুখি বৈঠকে মিলিত হবেন। বছরের পর বছর হ্যাকিংয়ের অভিযোগ, মানবাধিকার ও নির্বাচনের মধ্যস্থতাসহ বিভিন্ন ইস্যু নিয়ে উত্তেজনায় দু’দেশের সম্পর্ক বড় ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ‘তলানিতে’ উল্লেখ করে পুতিন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামকে বলেন, সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে আমাদের উপায় খুঁজতে হবে।” তিনি বলেন, “আমরা কৌশলগত স্থিতিশীলতা, আন্তর্জাতিক কোন্দল নিরসন সম্পর্কে কথা বলব।” নিরস্ত্রীকরণ, করোনভাইরাস মহামারী এবং পরিবেশগত বিষয়গুলিও আলোচ্যসূচিতে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
পুতিন বলেন, ‘আমেরিকার সাথে আমাদের কোনো মতবিরোধ নেই। তবে একটাই বিরোধ যে, তারা আমাদের উন্নয়নকে স্থবির করে রাখতে চায়, এ নিয়ে তারা প্রকাশ্যে কথাও বলে।’