বাসস দেশ-২৯ : জাতীয় সংসদ উপ-নির্বাচনে জাপা’র প্রার্থী মনোনয়নের জন্য পার্লামেন্টারী বোর্ড গঠন

109

বাসস দেশ-২৯
জাপা-মনোনয়ন বোর্ড
জাতীয় সংসদ উপ-নির্বাচনে জাপা’র প্রার্থী মনোনয়নের জন্য পার্লামেন্টারী বোর্ড গঠন
ঢাকা, ৫ জুন, ২০২১ (বাসস) : জাতীয় সংসদের উপ-নির্বাচনে প্রার্থী নির্বাচনের জন্য পার্লামেন্টারী বোর্ড গঠন করেছে জাতীয় পার্টি। আজ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের এই বোর্ড গঠন করেন।
বোর্ডের সদস্যরা হলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম.কাদের এমপি,সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) এটিইউ তাজ রহমান, প্রেসিডিয়াম সদস্য লেঃ জেঃ (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি,অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) এডভোকেট মো: রেজাউল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা এমপি।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব পদাধিকার বলে কমিটির চেয়ারম্যান এবং সদস্য সচিব দায়িত্ব পালন করবেন।
আগামী ৯ জুন বেলা ১১টায় চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে প্রার্থীদের সাথে পার্লামেন্টারী বোর্ডের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
বাসস/সবি/এমএআর/১৯১৫/কেএমকে