লি’র চোখে সেরা টেন্ডুলকার-লারা-কোহলি-কামিন্স

196

সিডনি, ৫ জুন, ২০২১ (বাসস) : অস্ট্রেলিয়ার সাবেক পেস তারকা ব্রেট লি’র চোখে, সর্বকালের সেরা ব্যাটসম্যান ভারতের শচীন টেন্ডুলকার ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। আর এই সময়ের সেরা ব্যাটসম্যান ভারতের বিরাট কোহলি ও সেরা বোলার অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।
বর্তমান সময়ে সেরা ব্যাটসম্যানের লড়াইয়ে আছেন কোহলি-নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডে জো রুট, ভারতের রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, পাকিস্তানের বাবর আজমের মত খেলোয়াড়রা।
তবে আইসিসি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কোহলিকে সেরা ব্যাটসম্যান হিসেবে বেছে নিলেন লি। তিনি বলেন, ‘এই সময়ের সেরাদের দিকে নজর রাখলে কোহলি ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। দুর্দান্ত সব রেকর্ড কোহলির ঝুলিতে। বয়সের সাথে আরও ভাল ক্রিকেটারে পরিণত হয়েছে কোহলি। তার মানসিকতা অসাধারণ, সঙ্গে ক্রিকেট মস্তিস্ক দুর্দান্ত।’
এ সময়ের সাথে সর্বকালের সেরা ব্যাটসম্যানের নামও বলে দিয়েছেন লি। তিনি বলেন, ‘আমার কাছে সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান টেন্ডুলকার এবং লারা। টেন্ডুলকারের টেকনিক, ক্রিকেটীয় মস্তিস্ক, মানসিকতা সবই দুর্দান্ত। লারা অসাধারন ব্যাটসম্যান। ক্রিজে নিজের মত শট খেলতে পছন্দ করতেন লারা।’
এই সময়ে বোলার হিসেবে কামিন্সকে বেছে নিয়েছেন লি। তিনি বলেন, ‘এই মূহুর্তে আমার সবচেয়ে প্রিয় বোলার কামিন্স। অস্ট্রেলিয়া বা আমার সাবেক সতীর্থ হিসেবে তার পক্ষে কথা বলছি না, আমি যা বলতে পারি, কামিন্স সত্যিই দারুণ এক পেসার। তার বোলিংএ অনেক বৈচিত্র্য রয়েছে। খুব অল্প সময়ে, নিজেকে সেরার কাতারে নিয়ে গেছেন কামিন্স।’