নড়াইলে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত

206

নড়াইল, ৫ জুন, ২০২১ (বাসস): জেলার উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে।পুষ্টি, মেধা, দারিদ্য বিমোচন-প্রাণি সম্পদ প্রদর্শনীর আয়োজন-এ স্লেøাগানকে সামনে রেখে শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’র (এলডিডিপি) সহযোগিতায় ও নড়াইল সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান।নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণিসম্পদ বাস্তবায়ন কমিটির সভাপতি সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুদা, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।স্বাগত বক্তৃতা করেন নড়াইল সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা: মো: জিল্লুর রহমান।