বাসস দেশ-৫ : কুমিল্লায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ১০ লাখ শিশু

82

বাসস দেশ-৫
এ ক্যাপসুল
কুমিল্লায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ১০ লাখ শিশু
কুমিল্লা (দক্ষিণ), ৫ জুন, ২০২১ (বাসস): জেলায় আজ শনিবার থেকে নয় লাখ ৯৭ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী এক লাখ ২১ হাজার ও ১২ থেকে ৫৯ মাস বয়সী আট লাখ ৭৬ হাজার ৫০০ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো শুরু করেছে কুমিল্লা স্বাস্থ্য বিভাগ। আজ সকাল ৮টায় কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন বাসসকে জানান, আজ থেকে চার হাজার ৭৬৩ টি কেন্দ্রে ১৫দিন ধরে ক্যাপসুল খাওয়ানো হবে। ১৯জুন পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে লাকসাম পৌরসভায় ২৭টি, সিটি করপোরেশনে ৫৬ টি, নির্ধারিত সাইটে ২২টি, ইউনিয়ন পর্যায়ে চার হাজার ৬৫৬টি। এছাড়া কুমিল্লার পদুয়ার বাজারে বিশেষ ভ্রাম্যমাণ কেন্দ্র রয়েছে দুইটি।
বাসস/এনডি/সংবাদদাতা/১২২৫/নূসী