বাসস দেশ-২ : জয়পুরহাটে ইজিপিপি কর্মসূচিতে এক লাখের অধিক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি

115

বাসস দেশ-২
শ্রমিকের কর্মসংস্থান
জয়পুরহাটে ইজিপিপি কর্মসূচিতে এক লাখের অধিক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি
জয়পুরহাট, ৫ জুন, ২০২১ (বাসস) : অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) তে জয়পুরহাট জেলায় গত ১২ বছরে এক লাখ ৪ হাজার ১১৭ জন শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে সরকারের ব্যয় হয়েছে ৩২ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার ৫০ টাকা।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সূত্র বাসস’কে জানায়, বর্তমান জনবান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ঘোষণা অনুযায়ী দেশের কেউ যেন না খেয়ে থাকে এ লক্ষ্য বাস্তবায়নে গ্রহণ করা হয় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূিচ (ইজিপিপি)। এ প্রকল্পের আওতায় জয়পুরহাট জেলায় ২০০৮-২০০৯ অর্থ বছর থেকে শুরু করে ২০১৯-২০২০ অর্থ বছর পর্যন্ত ১২ বছরে এক লাখ ৪ হাজার ১১৭ জন শ্রমিক গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করেছেন। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে বসবাস করা অতিদরিদ্র নারীরা এ কর্মসংস্থান কর্মসূিচতে কাজের সুযোগ লাভ করেন। অতিদরিদ্রদের জন্য এ কর্মসংস্থান কর্মসূিচতে সরকারের ব্যয় হয়েছে ৩২ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার ৫০ টাকা। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসচি র আওতায় ৩ হাজার ৮ শ ৪১ টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল করিম জানান, বর্তমান সরকারের মানবিক উদ্যোগের সবচেয়ে ভালো একটি কাজ হচ্ছে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসচি। গত ১২ বছরে জেলার এক লাখ ৪ হাজার ১১৭ জন শ্রমিক এই কর্মসচিতে কাজ করে সচ্ছল ভাবে তাদের জীবিকা নির্বাহ করেছেন।
বাসস/এনডি/সংবাদদাতা/১১১০/নূসী