বোলারদের নৈপুণ্যে সিরিজ জিতলো আফগানিস্তান

215

বেলফাস্ট, ১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : বোলারদের নৈপুণ্যে টি-২০র পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো আফগানিস্তান। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানরা ৮ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। ফলে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় আফগানিস্তান। তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো আফগানরা।
বেলফাস্টে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। ব্যাটিং-এ নেমে আফগানিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে আইরিশ ব্যাটসম্যানরা। ফলে ৩৬ দশমিক ১ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। দলের পক্ষে গ্যারি উইলসন ২৩, এন্ডি বলব্রিনি-সিমি সিং ১৭ রান করে করেন। আফগানিস্তানের পক্ষে রশিদ খান ৩টি, আফতাব আলম-গুলবাদিন নাইব-মোহাম্মদ নবী ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১২৫ রানের টার্গেট ১৫৭ বল হাতে রেখেই স্পর্শ করে ফেলে আফগানিস্তান। সর্র্বেচ্চ ৫৭ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখেন ওপেনার ইহসানউল্লাহ। এছাড়া রহমত শাহ ৩৩ ও হাসমুতুল্লাহ শাহিদি অপরাজিত ৩৪ রান করেন।
সিরিজ সেরা হয়েছেন আফগানিস্তানের রশিদ খান।