বাসস দেশ-৩৬ : ১৪ জুলাই ভোট না করতে নির্বাচন কমিশনের প্রতি জাপার আহবান

201

বাসস দেশ-৩৬
জাপা-কাদের-বিবৃতি
১৪ জুলাই ভোট না করতে নির্বাচন কমিশনের প্রতি জাপার আহবান
ঢাকা, ৪ জুন ২০২১ (বাসস) : আগামী ১৪ জুলাই এরশাদের মৃত্যু বার্ষিকীর দিনে ভোট গ্রহণ না করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
তিনি আজ এক বিবৃতিতে এই আহবান জানিয়ে আরো বলেন, আগামী ১৪ জুলাই প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী। এই দিনে সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে তিনি ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ১৪ জুলাই দিনটি জাতীয় পার্টি নেতা-কর্মী ও হুসেইন মুহম্মদ এরশাদের ভক্ত অনুরাগীদের কাছে অত্যন্ত আবেগঘন দিন। এই দিনে সারাদেশে এরশাদের সাফল্যময় জীবনী নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আবার ঘোষিত তিনটি উপনির্বাচনেও জাতীয় পার্টি অংশ নেবে। তাই উপনির্বাচনে এরশাদের মৃত্যু বার্ষিকী ১৪ জুলাইয়ের পরিবর্তে অন্য যেকোনো দিনে ভোট গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন।
বাসস/সবি/এমএআর/২১৩৮/অমি