নোয়াখালীতে সদর পৌরসভাসহ ৬টি ইউনিয়নে লকডাউন ঘোষণা

171

নোয়াখালী, ৪ জুন ২০২১ (বাসস): কোভিড-১৯ (করোনা ভাইরাস) পরিস্থিতি নিয়ন্ত্রণে নোয়াখালী পৌরসভাসহ সদর উপজেলার ৬টি ইউনিয়নে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান।
আজ শুক্রবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় আগামীকাল ৫ জুন শনিবার সকাল ৬টা থেকে ১১ জুন রাত ১২ টা পর্যন্ত নোয়াখালী পৌরসভাসহ ৬টি ইউনিয়নে এ লকডাউন ঘোষণা করা হয়।
লক ডাউনভুক্ত এলাকাগুলো হলো- নোয়াখালী পৌরসভার সবগুলো ওয়ার্ড এবং সদর উপজেলার ৬টি ইউনিয়ন। ইউনিয়নগুলো হলো- ৩নং নোয়ান্নই, ৪নং কাদির হানিফ, ৫নং বিনোদপুর, ৬নং নোয়াখালী, ১০নং অশ্বদিয়া ও ১১ নং নেয়াজপুর ইউনিয়ন।
নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী।
সভায় নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুউদ্দিন জেহান, অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীন প্রমুখ উপস্থিত ছিলেন।