বাসস দেশ-৩১ : বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা

111

বাসস দেশ-৩১
বগুড়া- জরিমানা
বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা
বগুড়া, ৪ জুন ২০২১ (বাসস): জেলায় আজ সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮ থেকে বেলা ১১ টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের নেতৃত্বে ভ্রাম্যামান আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে জেলা শহরের জলেশ্বরীতলায় স্বাস্থ্যবিধি অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় শাহীন শিক্ষা পরিবার নামের একটি কোচিং সেন্টারকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও, শহরের রাজাবাজার, উপশহর বাজার, কালীতলা বাজার, কলোনী বাজার, শাহ ফতেহ আলী বাজার এবং বকশী বাজারে পেঁয়াজের পাইকারী এবং খুচরা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় চারটিটি মামলায় পাঁচহাজার টাকা জরিমানা করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/২০২০/এমকে