বাসস ক্রীড়া-৯ : বেলজিয়ামের বিপক্ষে অনুশীলন ম্যাচে দর্শকদের ফিরিয়ে আনছে ফ্রান্স

100

বাসস ক্রীড়া-৯
ফুটবল-ইউরো-অনুশীলণ-ফ্রান্স-দর্শক
বেলজিয়ামের বিপক্ষে অনুশীলন ম্যাচে দর্শকদের ফিরিয়ে আনছে ফ্রান্স
প্যারিস, ৪ জুন ২০২১ (বাসস/এএফপি): বেলজিয়ামের বিপক্ষে ইউরো টুর্নামেন্টের অনুশীলন ম্যাচে ৫ হাজার দর্শক মাঠে প্রবেশের অনুমতি দিবে ফ্রান্স। আগামী মঙ্গলবার স্তাদে ডি ফ্রান্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর একদিন পর করোনা ভাইরাসের বিধিনিষেধ তুলে নিতে যাচ্ছে সরকার।
আগামী ৯ জুন থেকে সীমিত সংখ্যক দর্শক ইভেন্ট দেখার অনুমতি পাবে। এই সংখ্যা এক হাজার থেকে ৫ হাজার পর্যন্ত। সেখানে চলমান করাফিউ রাত নয়টার পরিবর্তে ১১টায় নিয়ে যাওয়া হয়েছে।
তবে বিশ^ চ্যাম্পিয়নরা শুধুমাত্র একদিনের জন্য ওই আইনটি তাদের ক্ষেত্রে ছাড় করিয়ে নিয়েছে। ফ্রান্সের ম্যাচে ফুটবল স্টেডিয়ামে দর্শক প্রবেশের লক্ষ্যে ফরাসি ক্রীড়া মন্ত্রনালয়ের মাধ্যমে এটি করা হয়েছে। শুধুমাত্র ওই ম্যাচের দর্শকদের জন্য ওই আইনটি শিথিল থাকবে।
বাসস/এএফপি/এমএইচসি/১৮০০/-স্বব