বাসস দেশ-২০ : জয়পুরহাটে অসচ্ছল সংস্কৃতিসেবিদের মাঝে অনুদানের চেক বিতরণ

77

বাসস দেশ-২০
জয়পুরহাট-অনুদান বিতরণ
জয়পুরহাটে অসচ্ছল সংস্কৃতিসেবিদের মাঝে অনুদানের চেক বিতরণ
জয়পুরহাট, ৪ জুন, ২০২১ (বাসস): জেলায় কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমন জনিত কারনে কর্মহীন ও অসচ্ছল সংস্কৃতিসেবিদের মাঝে আজ মোট দশলাখ ৪৬ হাজার চারশ’ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠানে জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কর্মহীন হয়ে পড়া ৭৪ জন অসচ্ছল সংস্কৃতিসেবির মাঝে মোট ১০ লাখ ৪৬ হাজার চারশ’ টাকার চেক বিতরণ করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭০০/-এমকে