বাসস ক্রীড়া-৫ : মিরাজ-জহিরুলের জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথম জয় খেলাঘরের

84

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-ডিপিএল
মিরাজ-জহিরুলের জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথম জয় খেলাঘরের
ঢাকা, ৪ জুন, ২০২১ (বাসস) : মেহেদি হাসান মিরাজ ও অধিনায়ক জহিরুল ইসলামের জোড়া হাফ-সেঞ্চুরিতে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
আজ নিজেদের তৃতীয় ম্যাচে খেলাঘর ৭ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। মিরাজ ৫৪ ও জহিরুল ৫৩ রান করেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় খেলাঘর। খেলাঘরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংএ ব্যাট হাতে সুবিধা করতে পারেনি রূপগঞ্জের ব্যাটসম্যানরা।
মিডল-অর্ডার ব্যাটসম্যান আল-আমিন একপ্রান্ত আগলে লড়াই করেছেন। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৮ রানের মামুলি সংগ্রহ পায় রূপগঞ্জ। ৪৭ বলে ৬টি চারে ৫১ রান করেন আল-আমিন। খেলাঘরের মাসুম খান ২টি উইকেট নেন।
১৩৯ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি খেলাঘরের। ২৫ রানে দুই ওপেনার সাজঘরে ফিরেন। ইমতিয়াজ হোসেন-সাদিকুর রহমান ৯ রান করে করেন।
তৃতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়ে খেলাঘরের জয়ের পথ সহজ করেন মিরাজ ও জহিরুল। পরবর্তীতে সালমান হোসেনকে নিয়ে দলের জয়ের বন্দরে নিয়ে যান জহিরুল।
৪৪ বল খেলে ৩টি করে চার-ছক্কা মারেন জহিরুল। অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরা হন তিনি। ৪৫ বল খেলে ৬টি চার ও ১টি ছক্কা নিজের ইনিংস সাজান মিরাজ।
৩ খেলায় ২টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে রুপগঞ্জের।
বাসস/এএমটি/১৭০০/স্বব