বাসস ক্রীড়া-৭ : সর্বকালের সেরা টেস্টের জন্য প্রস্তুত ভারত, জানালেন শাস্ত্রী

92

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-শাস্ত্রী
সর্বকালের সেরা টেস্টের জন্য প্রস্তুত ভারত, জানালেন শাস্ত্রী
নয়া দিল্লি, ৩ জুন ২০২১ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটি ভারতের জন্য সর্বকালের সেরা ম্যাচ বলে অভিহিত করলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী। বুধবার ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমন কথা বলেন শাস্ত্রী।
আগামী ১৮ জুন থেকে সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলবে ভারত।
শাস্ত্রী বলেন, ‘প্রথমবারের মত আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পাচ্ছেন। আপনি যখন এমন ম্যাচ খেলতে যাচ্ছেন, সেটির তাৎপর্য্য দেখুন, আমি মনে করি, এটি এখন পর্যন্ত বৃহতম না হলে এটি সবচেয়ে বড় ম্যাচ।’
বিশ্ব টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ দুই দল বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। যদি ম্যাচটি টাই বা ড্র হয়, তবে যৌথভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতবে দু’দল।
শাস্ত্রী বলেন, ‘এটি সবচেয়ে কঠিন ম্যাচ। এটি এমন একটি ফরম্যাট যা আপনাকে পরীক্ষা করে। যেখানে সকল খেলোয়াড় বিশ্বজুড়ে খেলছেন এবং তাদের যোগ্যতা অর্জন করেছেন।’
বিশ্ব ক্রিকেটের শীর্ষস্থানীয় ব্যাটসম্যানদের একজন কোহলির কাছেও, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের গুরুত্ব অনেক বেশি।
তিনি বলেন, ‘এই প্রথম এমন একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এই ফরম্যাট অনেক কঠিন। আমরা সকলে টেস্ট ক্রিকেট খেলতে অনেক গর্বিত হই।’
কয়েক বছর ধরে দুর্দান্ত ক্রিকেট খেলছে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন, ভারতের উন্নতির অন্যতম একটি উদাহরন বলে মনে করেন কোহলি।
তিনি বলেন, ‘সারা বিশ্বই গেল কয়েক বছরে আমাদের পারফরমেন্স দেখেছে। অস্ট্রেলিয়ার মাটিতে আমরা সিরিজ জিতেছি। এটি আমাদের অনেক বেশি আত্মবিশ্বাস দিচ্ছে। আশা করছি, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমরা ভালো করতে পারবো।’
গত মার্চে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে ফাইনাল নিশ্চিত করে ভারত।
বাসস/এএমটি/১৭৪০/নীহা