বাসস ক্রীড়া-৫ : গেমসের আগে ১০ হাজার ভলান্টিয়ার কাজ ছেড়ে চলে গেছেন : আয়োজক সূত্র

85

বাসস ক্রীড়া-৫
অলিম্পিক-টোকিও
গেমসের আগে ১০ হাজার ভলান্টিয়ার কাজ ছেড়ে চলে গেছেন : আয়োজক সূত্র
টোকিও, ৩ জুন ২০২১ (বাসস) : টোকিও গেমসের জন্য ৮০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হলেও অলিম্পিক শুরুর আগেই প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক কাজ ছেড়ে চলে গেছেন বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে। গেমস শুরু হতে আর মাত্র ৫০ দিন বাকি রয়েছে। তার আগে পুরো পরিস্থিতি মিলিয়ে বেশ দু:শ্চিন্তার মধ্যেই রয়েছে আয়োজকরা।
টোকিও ২০২০ প্রধান সেইকো হাশিমোতো অবশ্য গেমস বাতিলের বিষয়টি আবারো উড়িয়ে দিয়েছেন। তেমন কোন ধরনের বিপর্যয়কর পরিস্থিতি হলেই কেবলমাত্র গেমস বাতিল হতে পাওে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
বর্তমানে জাপান করোনাভাইরাসের চতুর্থ প্রবাহ মোকাবেলায় হিমশিম খাচ্ছে। টোকিওসহ বেশ কিছু ক্লাস্টার এরিয়ায় তৃতীয় দফায় জরুরী অবস্থা বিরাজ করছে যা চলতি মাসের শেষ পর্যন্ত চলবে।
বুধবার রাতে টোকিও ২০২০ প্রধান নির্বাহী কর্মকর্তা তোশিরো মুতো স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক গেমস ছেড়ে চলে গেছেন। এদের মধ্যে বেশীরভাগই করোনাভাইরাস শঙ্কায় এবং বাকিরা গেমস এক বছর পিছিয়ে যাওয়ায় দায়িত্ব থেকে সড়ে এসেছে। বিভিন্ন ধরনের জরিপে দেখা গেছে কাজ ছেড়ে চলে আসা স্বেচ্ছাসেবকদের মধ্যে অনেকেই জাপানীজ নাগরিকদের সাথে গেমস বাতিলের পক্ষে নিজেদের মত দিয়েছেন। মুতো জানিয়েছেন স্বেচ্ছসেবকের সংখ্য কমে আসার বিষয়টি গেমসের উপর কোন প্রভাব ফেলবে না। ইভেন্টে ইতোমধ্যেই অনেক কার্যক্রম বাদ দেয়া দেয়া হয়েছে, যে কারনে অল্প সংখ্যক মানুষ দিয়েও তা চালিয়ে নেয়া সম্ভব।
ইতোমধ্যেই বিদেশী দর্শকদের গেমসে অংশগ্রহন নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় সমর্থকদের ব্যপাওের ২০ জুনের পরে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। বিদেশী কর্মকর্তা ও অন্যান্য ডেলিগেটের সংখ্যাও প্রায় দ্বিগুন কমিয়ে ফেলা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ান সফটবল দল জাপানে পৌঁছেছে। জাপানের ধীর গতির ভ্যাক্সিনেশন প্রোগ্রামে কিছুটা গতি আসায় হাশিমোতো মনে করেন নাগরিকদের মধ্যেও গেমস আয়োজনের ব্যপারে ইতিবাচক মনোভাব ফিরে আসবে।
বাসস/নীহা/১৭০৬/স্বব