বাসস বাজেট-২৭ : দুর্নীতি দমনে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে : অর্থমন্ত্রী

1026

বাসস বাজেট-২৭
দুদক-বাজেট
দুর্নীতি দমনে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে : অর্থমন্ত্রী
ঢাকা, ৩ জুন, ২০২১ (বাসস) : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দুর্নীতি দমনে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।
অর্থমন্ত্রী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ-বছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও শক্তিশালী করার লক্ষ্যে কমিশনের সামগ্রিক কার্যক্রমকে পূর্ণাঙ্গভাবে অটোমেশন করার পরিকল্পনা রয়েছে।
দুদককে আরও শক্তিশালী করা হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তদন্ত ও মামলা পরিচালনা সংক্রান্ত কাজ সঠিকভাবে পরিবীক্ষণের জন্য ওয়েবভিত্তিক সফটওয়্যার প্রস্তুত করা হবে।
তিনি বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধমূলক কার্যক্রম স্বচ্ছ, নিরপক্ষ ও কার্যকরভাবে সম্পন্ন করতে সরকার কমিশনকে চাহিদা মোতাবেক পর্যাপ্ত আইনি ও আর্থিক সহায়তা করে আসছে।
তিনি আরও বলেন, আগামী অর্থ-বছরের (২০২১-২২) প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের জন্য ১৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
চলতি অর্থ-বছরের (২০২০-২১) কমিশনের বরাদ্দের পরিমাণ ১৫০ কোটি টাকা হলেও সংশোধিত বাজেটে তা নির্ধারণ করা হয় ১২১ কোটি টাকা।
বাসস/এফএইচ/২০০৮/এএএ