বাসস বাজেট-২৪ : কারিগরি ও মাদ্রাসা শিক্ষার ৯ হাজার ১৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

150

বাসস বাজেট-২৪
মাদ্রাসা-কারিগরি-বাজেট
কারিগরি ও মাদ্রাসা শিক্ষার ৯ হাজার ১৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
ঢাকা, ৩ জুন ২০২০ (বাসস) : কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ২০২১-২২ অর্থবছরে ৯ হাজার ১৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৮ হাজার ৩৪৫ কোটি টাকা।
আজ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরে উত্থাপিত বাজেটে গত বছরের চেয়ে প্রায় সাড়ে ৮শ’ কোটি টাকা বৃদ্ধি করে এই প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। ইতোমধ্যে ১ হাজার ৮০০ মাদ্রাসাসমূহের অবকাঠামো উন্নয়নে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া ৬ শ’ ৫৩টি মাদ্রাসায় শ্রেণিকক্ষে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণে দাখিল ও এবতেদায়ী স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।
কারিগরি শিক্ষার প্রসার ও মান উন্নয়ন এবং কম্পিউটার ও কারিগরি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে ৬ষ্ঠ শ্রেণি থেকে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)’ বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, মানসম্মত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। সরকার আইসিটি খাতসহ বিকাশমান প্রযুক্তি খাতের কারিগরি আন্তর্জাতিক বাজারের জনশক্তির প্রয়োজন মেটাতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কর্মসূচিতে বৈচিত্র্য আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে দাখিল,কারিগরি ও এবতেদায়ী স্তরে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়া গরীব ও মেধাবী ছাত্রÑছাত্রী, দুঃস্থ শিক্ষকদের সাহায্য মঞ্জুরী হিসেবে এককালীন অনুদান, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ এবং ইংরেজি ও গণিত শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের দক্ষ জনবল তৈরির জন্য দেশের প্রতিটি উপজেলায় ১ টি করে টেকনিক্যাল স্কুল স্থাপনের লক্ষ্যে ১০০ টি উপজেলায় টেকনিক্যাল স্কুল স্থাপনের কাজ চলছে। এছাড়া দেশের ৪ বিভাগীয় (চট্রগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর) শহরে ১ টি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের কাজ অব্যাহত থাকবে।
বাসস/এএসজি/এমএআর/১৯২২/এসই