বাসস বাজেট-২০ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ৯ হাজার ৯৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

110

বাসস বাজেট-২০
ত্রাণ-মন্ত্রণালয়-বরাদ্দ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ৯ হাজার ৯৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
ঢাকা, ৩ জুন, ২০২১ (বাসস) : ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ৯ হাজার ৯৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট পেশকালে এই প্রস্তাব করেন।
বাজেটের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মোট ৯ হাজার ৯৫১ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে, যা ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ৬৩৮ কোটি টাকা বেশি।
সরকার গত কয়েক বছর ধরেই এখাতে বরাদ্দ বাড়াচ্ছে। ২০১৯-২০২০ অর্থবছরে এই মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল ৭ হাজার ৭৫৮ কোটি টাকা, আর ২০২০-২০২১ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছিল ৯ হাজার ৩১৩ কোটি টাকা।
বাসস/বিকেডি/১৯০০/-এমএন