বাসস বাজেট-১৬ : করপোরেট করহার কমানোর প্রস্তাব

112

বাসস বাজেট-১৬
বাজেট-করপোরেট-করহার
করপোরেট করহার কমানোর প্রস্তাব
ঢাকা, ৩ জুন, ২০২১ (বাসস) : ব্যবসাবান্ধব পরিবেশের আরও উন্নয়ন ও বাণিজ্য প্রসারে ২০২১-২২ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল করপোরেট করহার এবং ব্যক্তি করদাতাদের ব্যবসায়িক টার্নওভার করহার হ্রাস করার প্রস্তাব করেছেন।
আজ জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এই প্রস্তাব করেন।
প্রস্তাবে বলা হয়েছে, পাবলিক লিস্টেড কোম্পানির বিদ্যমান করপোরেট করহার ২৫ শতাংশ থেকে হ্রাস করে ২২ দশমিক ৫ শতাংশ এবং ননলিস্টেড কোম্পানির ক্ষেত্রে বিদ্যমান ৩২ শতাংশ থেকে কমিয়ে ৩৯ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ব্যক্তি করদাতাদের ব্যবসায়িক টার্নওভার করহার হ্রাস করে শুন্য দশমিক ৫ এর পরিবর্তে শুন্য দশমিক ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি এক ব্যক্তি কোম্পানির প্রতিষ্ঠা উৎসাহিত করতে এক ব্যক্তি কোম্পানির করপোরেট করহার ২৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
আ হ ম মুস্তফা কামাল এসব প্রস্তাব করে বলেছেন, বিদ্যমান ব্যবসাবান্ধব পরিবেশের সাথে একটি প্রতিযোগিতামূলক করহার দেশের বাণিজ্যের ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাসস/আরআই/১৮৪৩/-এমএন