বাসস বাজেট-১২ : ২০২১-২২ অর্থ বছরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য ৬শ’ ৯২ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

431

বাসস বাজেট-১২
বস্ত্র ও পাট-বাজেট-বরাদ্দ
২০২১-২২ অর্থ বছরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য ৬শ’ ৯২ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
ঢাকা, ৩ জুন, ২০২১ (বাসস) : ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য ৬ শ’ ৯২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ৭শ’ ১৪ কোটি টাকা।
২০২০-২১ অর্থবছরে সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ২ হাজার ৬শ’ ২০ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, “ আগামী অর্থবছরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জন্য ৬শ’ ৯২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৭ শ’ ১৪ কোটি টাকা।”
জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট ও দেশের ৫০তম বাজেট।
এর আগে আজ মন্ত্রিসভার বৈঠকে ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাসস/এমএএস/১৮১৬/এমএবি