বাসস বাজেট-১০ : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ ৯ হাজার ১২৪ কোটি টাকা

102

বাসস বাজেট-১০
বাজেট-সমাজকল্যাণ
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ ৯ হাজার ১২৪ কোটি টাকা
ঢাকা, ৩ জুন, ২০২১ (বাসস) : আগামী ২০২১-২২ অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৯ হাজার ১২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২০-২১ অর্থ বছরে সংশোধিত বাজেট ছিল ৭ হাজার ৯১৯ কোটি টাকা
আজ জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এই বরাদ্দের প্রস্তাব করেন।
তিনি বলেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্ত ও সুরক্ষা খাতের আওতা বাড়ানো হয়েছে। আগামী অর্থ বছরে এই খাতে সর্বমোট ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে সামাজিক সুরক্ষা খাতে ব্যয় করা হচ্ছে। যা বাজেটের ১৭ দশমিক ৮৩ শতাংশ। এই মন্ত্রণালয়ে বরাদ্দের প্রস্তাবসমূহ হলো: বীর মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা ,বয়স্ক ভাতা,বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর উপকারভোগী, বৃদ্ধি,ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির উপকারভোগী, চাÑশ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির উপকারভোগী, বৃদ্ধি,দরিদ্র মার জন্য মাতৃত্বকালীন ভাতা ,কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তার আওতায় ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি।
বাসস/এএসজি/এমএআর/১৮১২/কেএমকে