বাসস বাজেট-৩ : ২০২১-২২ অর্থবছরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪১ হাজার ১০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

187

বাসস বাজেট-৩
স্থানীয় সরকার-বাজেট
২০২১-২২ অর্থবছরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪১ হাজার ১০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
ঢাকা, ৩ জুন, ২০২১ (বাসস): ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪১ হাজার ১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ৩৮ হাজার ৩৩৮ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, “আগামী অর্থবছরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪১ হাজার ১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৩৮ হাজার ৩৩৮ কোটি টাকা।”
জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট ও দেশের ৫০তম বাজেট।
এর আগে আজ মন্ত্রিসভার বৈঠকে ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাসস/এমএএস/১৭৩২/-শআ