বাসস দেশ-১২ :ক্ষমতার শেষ দিন পর্যন্ত দেশ ও জনগণের উন্নয়নে কাজ করবে সরকার : বিমানমন্ত্রী

165

বাসস দেশ-১২
বিমানমন্ত্রীÑআলোচনা
ক্ষমতার শেষ দিন পর্যন্ত দেশ ও জনগণের উন্নয়নে কাজ করবে সরকার : বিমানমন্ত্রী
লক্ষ্মীপুর, ০১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, আগামীতে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্ষমতার শেষ দিন পর্যন্ত দেশ ও জনগণের উন্নয়নে কাজ করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার। শুক্রবার লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অধিকার পুনরুদ্ধার, অর্থনৈতিক মুক্তি,রাজনৈতিক স্বাধীনতা এবং মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার জন্য কাজ করে যাচ্ছেন। পরবর্তীতেও এ ধারা অব্যাহত থাকবে।
জেলা সাহিত্য সংসদের সভাপতি ডা. সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভুলু, জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন প্রমুখ।
বাসস/সংবাদদাতা/এসএস/১৬৫০/কেএমকে