বাসস বিদেশ-৬ : বাইডেন বিশ্বব্যাপী ৮ কোটি কোভিড শট বিতরণের বিবরণ ঘোষণা করবেন

256

বাসস বিদেশ-৬
স্বাস্থ্য-ভাইরাস-মার্কিন-ভ্যাকসিন
বাইডেন বিশ্বব্যাপী ৮ কোটি কোভিড শট বিতরণের বিবরণ ঘোষণা করবেন
স্যান হোসে, ৩ জুন, ২০২১ (বাসস ডেস্ক) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কয়েক দিনের মধ্যে বিভিন্ন দেশে ৮ কোটি ডোজ করোনভাইরাসের টিকা রফতানির বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করবেন। খবর এএফপি’র।
ব্লিংকেন ল্যাটিন আমেরিকা সফরের শেষ দিনে সেন হোসের মার্কিন দূতাবাসে বলেন, অল্প দুয়েকদিনের মধ্যে, খুব সম্ভবত কাল সকালের দিকে, প্রেসিডেন্ট বিশ্বব্যাপী ৮ কোটি ভ্যাকসিন রপ্তানির যে পরিকল্পনা নিয়েছেন, তা আরো বিশদভাবে ঘোষণা করতে যাচ্ছেন।
শীর্ষ মার্কিন কূটনীতিক গ্লোবাল ভ্যাকসিন শেয়ারিং কর্মসূচির উল্লেখ করে বলেন, আমরা কোনো রাজনৈতিক শর্ত যুক্ত না করে, বিজ্ঞান ও প্রয়োজনের ওপর ভিত্তি করে কোভাক্সের সাথে সমন্বয়ের মাধ্যমে এটি করতে যাচ্ছি।
বাইডেন সম্প্রতি ছয় সপ্তাহের মধ্যে আরো ২ কোটি ডোজ টিকা অবমুক্ত পরিকল্পনা ঘোষণা করেছেন। এর ফলে জুনের শেষ নাগাদ মোট রপ্তানি ৮কোটিতে পৌঁছবে।
মার্কিন যুক্তরাষ্ট্রে টিকাদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের পর করোনা পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাওয়া দেশগুলোর সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল উদ্বৃত্ত ভ্যাকসিন ব্যবহারের জন্য বাইডেন প্রশাসনের ওপর বিভিন্ন দেশের সরকার চাপ দেয়।
বাইডেন বলেন, এই পদক্ষেপটি মহামারী বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে ‘আমেরিকান নেতৃত্ব’ ফিরিয়ে আনবে।
বাসস/অনু-জেজেড/১৯০৬/-এইচএন