বাসস দেশ-১১ : উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে : ত্রাণমন্ত্রী

156

বাসস দেশ-১১
মায়া-উদ্বোধন
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে : ত্রাণমন্ত্রী
চাঁদপুর, ১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে ধাবমান উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, সেনিটেশন, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান হয়েছে।
তিনি বলেন, উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে।
তিনি আজ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় ১০ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধনকালে এ কথা বলেন। এসময় চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান হাজী ওসমান পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের সে সুফল লাভ করতে শুরু করেছে দেশের মানুষ ।
ত্রানমন্ত্রী মন্ত্রী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ফলদ গাছের চারা লাগাতে হবে। দেশের প্রতি ইঞ্চি ভূমিকে ফল-ফসল উৎপাদনে কাজে লাগাতে হবে।
বাসস/সবি/এমএমবি/১৬৪০/-আসচৌ