বাসস দেশ-১৯ : বরগুনায় ২০ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তি আটক

163

বাসস দেশ-১৯
হরিণের মাংস-আটক
বরগুনায় ২০ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তি আটক
বরগুনা, ৩ জুন, ২০২১ (বাসস) : জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানীর বলেশ্বর নদের পাড় থেকে বৃহ¯পতিবার ভোরে ২০ কেজি হরিণের মাংসসহ গোলাম সরোয়ার হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক গোলাম সরোয়ার জানায়, ইউনুচ ও ছগির নামের দুই ব্যক্তি তাকে ৩ দিন আগে বাবুর্চি হিসেবে ট্রলারে কাজ করার জন্য নদীতে মাছ শিকার করতে নিয়ে যায়। পরে সুন্দরবনের পাশে ট্রলারসহ তাকে রেখে ইউনুচ, ছগির ও ফিরোজ ৪টি হরিণ শিকার করে নিয়ে আসে। এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও জানান।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাথরঘাটা থানার এসআই (উপ-পরিদর্শক) রাতে আলী দুক্ষিন চরদুয়ানী এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার সেলিম মৃধার করাতকল পাশ থেকে গোলাম সরোয়ারকে আটক করে ও বস্তাভর্তি ২০ কেজি হরিণের মাংস জব্দ করেন। তখন ইউনুচ, ছগির ও ফিরোজ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটক গোলাম সরোয়ারের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৫১২/কেজিএ