গোপালগঞ্জে এক লাখ ৮২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

197

গোপালগঞ্জ,৩ জুন, ২০২১ (বাসস): জেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে জেলার ১ লাখ ৮২ হাজার জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজন জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ জানান, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে মোট ১ লাখ ৮১ হাজার ৮শ ৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ৯৭৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৫ হাজার ৮ শ২৭ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ১ হাজার ৭শ ৫ টি কেন্দ্রে ২শ১২ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৪ হাজার ৪৯ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। এ সময় মেডিকেল কর্মকর্তা ডা: গোধূলী বিশ্বাস সৃজনসহ কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।