বাসস দেশ-১২ : পিরোজপুরে টিকাদান কর্মসূচি শতভাগ সফলে অবহিতকরণ সভা

120

বাসস দেশ-১২
সভা-টিকা
পিরোজপুরে টিকাদান কর্মসূচি শতভাগ সফলে অবহিতকরণ সভা
পিরোজপুর, ৩ জুন, ২০২১ (বাসস): জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পিরোজপুর সিভিল সর্জনের কার্যলয়ে আজ বেলা ১১টায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় জানানো হয়। যে আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত পক্ষকাল ব্যাপী পিরোজপুরসহ সারাদেশে টিকা প্রদান কর্মসূচি পালিত হবে। করোনার কারণে ১ দিনে না করে পক্ষকাল ব্যাপী এ কর্মসূচি পালন করা হবে বলে সিভিল সার্জন সংবাদকর্মীদের জানান। পিরোজপুরের ১৩১২টি কেন্দ্রে একযোগে ১ লক্ষ ২২ হাজার ৯১৭ জন শিশুকে টিকা প্রদান করা হবে। পিরোজপুর জেলার ৭ উপজেলা ও ৩ পৌরসভার ১৬২টি ওয়ার্ডে ২৬২৪ জন মাঠকর্মী এ টিকা প্রদান করবে। ৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদের এ টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য সহকারী, এফডব্লিউএ সিএইচসিপি এবং স্বেচ্ছাসেবকরা শিশুদের টিকা খাওয়াবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪২০/-নূসী