বাসস দেশ-৮ : হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৮ মামলায় ৫ হাজার টাকা জরিমানা

200

বাসস দেশ-৮
চাঁদপুর-জরিমানা
হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৮ মামলায় ৫ হাজার টাকা জরিমানা
চাঁদপুর, ৩ জুন, ২০২১ (বাসস) : জেলার হাজীগঞ্জ উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় ১৮টি মামলায় ৫ হাজার ১শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ২৪ ঘন্টায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার। বুধবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলা পরিষদের সামনে চাঁদপুর-কুমিল্লা সড়কের আলীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ইউএনও সড়কে মাস্ক বিহীন গাড়িচালক, যাত্রী ও মোটরসাইকেল আরোহীকে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ও মাস্ক না পরায় এ জরিমানা করেন। এ ছাড়াও কয়েকজন যাত্রীকে মানবিক বিবেচনায় সতর্ক করেন। এ জরিমানার আওতায় বোগদাদ বাস, মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা, যাত্রী ও পথচারী রয়েছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার জানান, গত ২৪ ঘন্টায় ১৮ টি মামলায় ৫ হাজার ১ শ টাকা জরিমানা করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১২৩০/নূসী