বাসস দেশ-৪০ : করোনাকালে অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পুনাক

212

বাসস দেশ-৪০
পুনাক- ত্রাণসামগ্রী বিতরণ
করোনাকালে অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পুনাক
ঢাকা, ২ জুন, ২০২১ (বাসস): করোনাকালে অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
পুনাক সভানেত্রী জীশান মীর্জার উদ্যোগে আজ রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সহায়তায় ১৫০জন অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুনাক’র সমাজ কল্যাণ সম্পাদিকা তৌহিদা ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুনাকের সহ-সাংস্কৃতিক সম্পাদিকা উম্মে সালমা মুন্নী। ত্রাণসামগ্রীর ১৮ কেজি ওজনের প্রতিটি বস্তায় রয়েছে চাল, ডাল, তেল, আটা, আলু, লবণ, চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
জীশান মীর্জা বলেন, করোনার কারণে অনেকে চাকরি হারিয়েছন, অনেককে পেশা পরিবর্তন করতে হয়েছে। অর্থনৈতিকভাবে অসহায় হয়ে পড়েছেন কেউ কেউ। এ রকম কিছু অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)।
তিনি বলেন, ‘ প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনায় করোনাকালে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে কাজ করেছেন। তবে পুলিশ এবং সাংবাদিকদের সব সময় রাস্তায় থেকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। পুলিশ সদস্যদের পাশাপাশি পুনাকও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি।
বাসস/সবি/এমএমবি/২২০৫/এবিএইচ