বাসস দেশ-২৯ : বাগেরহাটে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান

121

বাসস দেশ-২৯
বাগেরহাট-চেক প্রদান
বাগেরহাটে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান
বাগেরহাট, ২ জুন ২০২১ (বাসস) : জেলায় আজ বাগেরহাট নার্সিং কলেজ নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্থ মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা শহরের হরিণখানা এলাকায় ক্ষতিগ্রস্থ দু’জন জমির মালিক শেখ মো. মনিরুজ্জামান ও শেখ সুজানুর রহমানের হাতে ক্ষতিপূরনের টাকার চেক তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেন, ভূমি অধিগ্রহন কর্মকর্তা মমতাজ বেগমসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাগেরহাট নার্সিং কলেজ নির্মাণের জন্য পৌর এলাকার হাড়িখালি মৌজায় দুইএকর ৯২ শতক জমি অধিগ্রহন করা হয়েছে।ক্ষতিগ্রস্থ ৩৪ জন জমির মালিককে মোট ছয়কোটি ৪৭ লাখ ৬০ হাজার চারশ’ ৫২ টাকা প্রদান করার প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার শেখ মো. মনিরুজ্জামানকে ৩১ লাখ ১৯ হাজার দুইশ’ ৫৭ টাকা এবং শেখ সুজানুর রহমানকে ৩১ লাখ ৮৪ হাজার তিনশ’ নয় টাকার চেক প্রদান করা হয়েছে।
করোনাকালে কোন ঝামেলা ছাড়াই ক্ষতিপূরনের চেক পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন জমির মালিকরা।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৩৫/এমকে