বাসস দেশ-২৬ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান

95

বাসস দেশ-২৬
শুদ্ধাচার-পুরস্কার
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান
ঢাকা, ২ জুন, ২০২১ (বাসস) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ২০২০-২০২১ সময়ের জন্য শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ বিকেলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৩ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক।
এ মন্ত্রণালয়ের অধিনস্ত দফতর বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুর রহমান, মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) মো. মতিয়ার রহমান ও মন্ত্রণালয়ের অফিস সহায়ক ফয়েজ আহমেদ এ বছর শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।
এ সময় পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সরাসরি সেবা দেয়ার বিরল সুযোগ রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের। শুদ্ধাচার পুরস্কার কর্মকর্তা-কর্মচারীদের ভালো কাজের জন্য উৎসাহিত করবে। এ পুরস্কার কর্মজীবনের একটা বড় অর্জন। এটি সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল করে তুলবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মন্ত্রণালয়ের বিদায়ী সচিব তপন কান্তি ঘোষসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএসএইচ/১৯১৫/-অমি