বাসস দেশ-৬ : ড. এ কে এম সিদ্দিকের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ; দাফন সম্পন্ন

172

বাসস দেশ-৬
ঢাবি-শোক
ড. এ কে এম সিদ্দিকের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ; দাফন সম্পন্ন
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পদার্থ বিজ্ঞানী অধ্যাপক ড. এ কে এম সিদ্দিকের মৃত্যুতে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
অধ্যাপক এম সিদ্দিক (৯৬) শুক্রবার রাজধানীর গুলশানে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। আজ নিজ গ্রাম মানিকগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
আজ এক শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অধ্যাপক ড. এ কে এম সিদ্দিক একজন নিবেদিতপ্রাণ প্রশাসক, নিষ্ঠাবান শিক্ষক এবং গবেষক ছিলেন।
দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং পদার্থ বিজ্ঞানের গবেষণায় রেখেছেন বিশেষ অবদান।
এসময় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, তিনি ১৯৮৩ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৬ মাস উপাচার্যের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি উপ-উপাচার্য ছিলেন।
বাসস/সবি/এসএস/১৬০০/কেকে