মাহমুদুল্লাহ-মোসাদ্দেক-তাসকিনের উন্নতি

522

ঢাকা, ২ জুন ২০২১ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পারফরমেন্সের উপর ভিত্তি করে আইসিসি র‌্যাংকিংএ উন্নতি হয়েছে বাংলাদেশের দুই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ-মোসাদ্দেক হোসেন ও পেসার তাসকিন আহমেদের।
দুই ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে এসেছেন মাহমুদুল্লাহ। ৫৮২ রেটিং অর্জন করেছেন তিনি। সিরিজে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৪৮ রান করেছেন মাহমুদুল্লাহ। ১২ ধাপ এগিয়েছেন মোসাদ্দেক হোসেন। সিরিজের শেষ ম্যাচে ৭২ বলে ৫১ রান করেন মোসাদ্দেক। ১১৩তম স্থানে আছেন তিনি।
মোসাদ্দেকের মত ১২ ধাপ এগিয়েছেন তাসকিনও। শেষ ম্যাচে ৪৬ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ৩৯১ রেটিং নিয়ে ৮৮তম স্থানে উঠে এসেছেন তাসকিন।
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৬ রানে ৫ উইকেট নিয়েছেন শ্রীলংকার পেসার দুসমন্ত চামিরা। ২৭ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৩ নম্বরে উঠেছেন তিনি।
শেষ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করেন শ্রীলংকার নয়া অধিনায়ক কুশল পেরেরা। ১২০ রান করেছিলেন তিনি। এতে ১৩ ধাপ এগিয়ে ৪২তম স্থানে উঠেছেন পেরেরা।