নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার জেমিসন

210

অকল্যান্ড, ২ জুন ২০২১ (বাসস) : কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়েকে পেছনে ফেলে নিউজিল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় হলেন ডান-হাতি পেসার কাইল জেমিসন।
ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ভোটে নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘প্লেয়ার্স ক্যাপ’ জিতলেন জেমিসন।
২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জেমিসনের। অভিষেকের পর ৬ টেস্টে ৩৬ উইকেট, ৫ ওয়ানডেতে ৫ ও ৮ টি-টুয়েন্টি ম্যাচে ৪ উইকেট নেন জেমিসন।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৯ ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার স্বরুপ নিউজিল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় হলেন জেমিসন। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘এই পুরস্কার আমার কাছে খুবই স্পেশাল, এমন কিছু হবে আশাই করিনি। এর আগে এমন পুরস্কার অনেকেই জিতেছেন, এবার আমি পেলাম। আমি অনেক বেশি খুশি।’
২০১২ সালে ব্রেন্ডন ম্যাককালাম, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত উইলিয়ামসন, গেল বছর টিম সাউদির হাতে উঠে ‘প্লেয়ার্স ক্যাপ’-এর পুরস্কার।