বাসস দেশ-২২ : মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে

90

বাসস দেশ-২২
নদ-নদী-পরিস্থিতি
মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে
ঢাকা, ২ জুন, ২০২১ (বাসস) : দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি আগামি ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্যমতে, আগামী ৭২ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের আসাম ও মেঘালয় প্রদেশের স্থানগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এই সময়ে আপার মেঘনা অববাহিকার প্রধান নদ ও নদীর পানি সমতল সময় বিশেষে দ্রুত বাড়তে পারে।
এদিকে, ব্রক্ষ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামি ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে। যমুনা ও পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে যা আগামি ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
অপরদিকে, গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামি ৪৮ ঘন্টা অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে পঞ্চগড়ে ১০৮ মিলিমিটার, মনু রেলওয়ে ব্রিজে ১০৩ মিলিমিটার, নারায়নহাটে ৮৩ মিলিমিটার, বান্দরবানে ৭৭ মিলিমিটার।
এদিকে, পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬১ টির, হ্রাস পেয়েছে ৩৮ টির, অপরিবর্তিত রয়েছে ১ টির।
বাসস/সবি/এসএস/১৮৩০/এএএ