বাসস ক্রীড়া-১২ : মাহমুদুল্লাহ-মোমিনুলের ব্যাটিংএ জিতলো গাজী

110

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-ডিপিএল
মাহমুদুল্লাহ-মোমিনুলের ব্যাটিংএ জিতলো গাজী
ঢাকা, ২ জুন ২০২১ (বাসস) : মাহমুদুল্লাহ রিয়াদ ও মোমিনুলের হকের ব্যাটিং দৃৃঢ়তায় বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেলো গাজী গ্রুপ ক্রিকেটার্স। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ ৭ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। মাহমুদুল্লাহ ৫১ বলে অপরাজিত ৬২ রান করেন। ৩৬ বলে ৫৪ রানের ইনিংস খেলেন মোমিনুল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় গাজী গ্রুপ। ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করে শেখ জামাল। দুই ওপেনার সৈকত আলি ও মোহাম্মদ আশরাফুল ৮ ওভারে ৬৯ রানের সূচনা এনে দেন শেখ জামালকে।
প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন সৈকত। ৩০ বলে ৩৩ রান করেন। ১২তম ওভারে দলীয় ৯৯ রানে আউট হন আশরাফুল। ৩৫ বলে ৪টি ছক্কায় ৪১ রান করেন আশরাফুল।
দুই ওপেনারের পর মিডল-অর্ডার ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেননি। এতে বড় সংগ্রহের সুযোগ হারায় শেখ জামাল। ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান করে শেখ জামাল। পরের দিকে জিয়াউর রহমান ২১ ও নাসির হোসেন ২০ রান করেন। গাজী গ্রুপের মাহমুদুল্লাহ-মুকিদুল ইসলাম ২টি করে উইকেট নেন।
১৫২ রানের টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি গাজী গ্রুপকে। ৪০ রানের মধ্যে দুই ওপেনার শাহাদাত হোসেন ও সৌম্য সরকার থামলেও, গাজীর জয় নিশ্চিত করেন মোমিনুল-মাহমুদুল্লাহ। তৃতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়েন তারা। এই জুটির কল্যাণে ৭ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে গাজী গ্রুপ।
৩৬ বলে ৮টি চারে ৫৪ রান করেন মোমিনুল। ৫১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেন মাহমুদুল্লাহ। ম্যাচ সেরাও হন তিনি।
দুই ওপেনার শাহাদাত-সৌম্য ১৩ রান করে করেন।
বাসস/এএমটি/১৮২০/স্বব