বাসস ক্রীড়া-১০ : ইমরানের মারমুখী ব্যাটিংএ প্রথম জয় প্রাইম দোলেশ্বরের

111

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-ডিপিএল
ইমরানের মারমুখী ব্যাটিংএ প্রথম জয় প্রাইম দোলেশ্বরের
ঢাকা, ২ জুন ২০২১ (বাসস) : ডান-হাতি ওপেনার ইমরান উজ্জামানের মারমুখী ব্যাটিংয়ে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে টি-টুয়েন্টি টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের দেখা পেল প্রাইম দোলেশ্বর। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রাইম দোলেশ্বর ১৯ রানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। ১৭ বলে ৪০ রান করেন ইমরান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে খেলাঘর। ব্যাট হাতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ইমরান। পঞ্চম ওভারের পঞ্চম বলে দলীয় ৪৫ রানে আউট হন তিনি। এরমধ্যে ৪০ রানই ছিলো ইমরানের। ৩টি চার ও ৪টি ছক্কা দিয়ে নিজের ইনিংসটি সাজান এ ওপেনার।
ইমরানের আউটের পর মিডল-অর্ডার ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেননি। তারপরও ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ পায় প্রাইম দোলেশ্বর। সাইফ হাসান ২৮, মার্শাল আইয়ুব ২১ ও শরিফুল্লাহ ৯ বলে অপরাজিত ১৫ রান করেন। খেলাঘরের খালেদ-মাসুম ২টি করে উইকেট নেন।
১৫০ রানের টার্গেট শুরুটা ভালো হয়নি খেলাঘরের। ১৫ রানে ৩ উইকেট হারায় তারা। মিডল-অর্ডার ব্যাটসম্যান ফরহাদ হোসেন লড়াই করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত ৩৩ রানে থামেন তিনি। অন্যান্য ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায়, ম্যাচ থেকে ছিটকে পড়ে খেলাঘর। শেষদিকে রিসাদ হোসেনের ১৯ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৭ রানও খেলাঘরের হার রুখতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় খেলাঘর। প্রাইম দোলেশ্বরের কামরুল ইসলাম-রেজাউর রহমান রাজা-এনামুল হক জুনিয়র ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ইমরান।
ব্রাদার্স ইউনিয়নের সাথে প্রাইম দোলেশ্বরের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পন্ড হয়েছিলো। এতে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। বৃষ্টির কারনে গতকাল লিগের কোন ম্যাচ হয়নি। বৃষ্টির কারনে বিকেএসপির দুই ভেন্যু থেকে খেলা সরিয়ে আনায় এখন সব ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হবে।
বাসস/এএমটি/১৮২০/স্বব