বাসস দেশ-১৩ : খাজা মিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যোগ দিলেন

84

বাসস দেশ-১৩
সচিব-যোগদান-খাজা মিয়া
খাজা মিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যোগ দিলেন
ঢাকা, ২ জুন, ২০২১ (বাসস) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব খাজা মিয়া আজ যোগ দান করেছেন। তিনি যোগদান শেষে মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে সাক্ষাৎ করেন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিত হন।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, বিদায়ী সচিব তপন কান্তি ঘোষ এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন সচিবকে অভিনন্দন ও স্বাগত জানান ।
গত ৩০ মে জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে খাজা মিয়াকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে পদায়ন করা হয়।
তিনি স্থানীয় সরকার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে কাজ করেন। ২০১৫ সাল থেকে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে ৪ বছরের অধিক সময় দায়িত্ব পালন শেষে ২৮ নভেম্বর জন প্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে যোগদান করেন। এছাড়া তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
সর্বশেষ খাজা মিয়া গত বছরের ৩০ নভেম্বর থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের হিসেবে দায়িত্ব পালন করেন।
বাসস/সবি/্এমএসএইচ/১৬০০/-আসাচৌ