জয়পুরহাটে ৪৯১টি ফলবাগান ও প্রযুক্তি প্রদর্শনী স্থাপন

336

জয়পুরহাট, ১৮ এপ্রিল, ২০১৮ (বাসস) : জেলার পাঁচ উপজেলায় এবার রাজস্ব খাতের অর্থায়নে ৪ শ ৯১ টি ফলবাগান ও প্রযুক্তি প্রদর্শনী স্থাপন করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, কৃষি মন্ত্রণালয়ের অধীন রাজস্ব খাতের অর্থায়নে ফলবাগান ও প্রযুক্তি প্রদর্শনী স্থাপন ২০১৭-১৮ কার্যক্রমের আওতায় ওই ফলবাগান ও প্রযুক্তি প্রদর্শনী স্থাপন করা হয়। এরমধ্যে রয়েছে আমন ধানের জমিতে আমবাগান ২১০ টি, বারি আম-৪ রয়েছে ৭৪ টি, হাড়িভাঙ্গা আম-৪৮ টি, গৌড়মতি আমের বাগান রয়েছে-২৪ টি। এ ছাড়াও প্রযুক্তি প্রদর্শনীর মধ্যে রয়েছে সজিনার চারা রোপনের বাড়ির সংখ্যা ৪৮টি, কম্পোষ্ট চেম্বার স্থাপনের বাড়ির সংখ্যা ৭৫ টি, লাইভ পাচিং প্লটের জন্য ব্লকের সংখ্যা ৫০টি, সবুজ সার প্রদর্শনীর প্লট গুচ্ছের সংখ্যা ১১২ টি ও রোপা আমন প্রদর্শনীর সংখ্যা ৬০ টি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুধেন্দ্রনাথ রায় বাসস’কে বলেন, আবহাওয়া ভাল থাকলে আমের বাগান গুলো থেকে এবার প্রচুর আম পাওয়ার সম্ভাবনা রয়েছে।