বাসস দেশ-৬ : অধস্তন আদালতে ৩৩ কার্য দিবসে ১০৩৮২২ মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়ালি নিষ্পত্তি

110

বাসস দেশ-৬
অধস্তন-মামলা
অধস্তন আদালতে ৩৩ কার্য দিবসে ১০৩৮২২ মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়ালি নিষ্পত্তি
ঢাকা, ২ জুন, ২০২১ (বাসস) : সারাদেশে অধস্তন আদালত ও ট্রাইব্যুবালে ১০৩৮২২ মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়ালি নিষ্পত্তি হয়েছে।
সুপ্রিমকোটের্র মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসস’কে আজ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১২ এপ্রিল হতে গতকাল ১ জুন পর্যন্ত মোট ৩৩ কার্য দিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১ লাখ ৩ হাজার ৮শ’ ২২টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৫৩ হাজার ৯শ’ ৫২ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন। এর মধ্যে এই ৩৩ কার্য দিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ৮২৫ জন।
সুপ্রিমকোর্ট মুখপাত্র জানান, গতকাল ১ জুন সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ২৬১২টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১০৬৮ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।
বাসস/এএসজি/ডিএ/১৩৩৫/-আসাচৌ