নিউজিল্যান্ডের ‘বিধ্বংসী’ বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন আর্ডার্ন

459

ওয়েলিংটন, ১ জুন, ২০২১ (বাসস ডেস্ক) : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডার্ন মঙ্গলবার দেশটির সাউথ আইল্যান্ডের বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করেছেন। তিন দিনের ভারী বৃষ্টিপাতজনিত ক্ষয়ক্ষতি পরিস্থিতি দেখে তিনি দুঃখ প্রকাশ করেছেন। খবর এএফপি’র।
স্ফীত নদীর তীব্র জল¯্রােত ব্রীজগুলো ভাসিয়ে নেয় ও মহাসড়কগুলিকেও বিচ্ছিন্ন করে দেয়। ৭২ ঘন্টার অবরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টির পর মঙ্গলবার তা কাটিয়ে উঠতে শুরু করে। আর্ডার্ন উদ্ভুত পরিস্থিতিকে ‘শতাব্দিতে একবারের ঘটনা’ বলে বর্ণনা করেন।
এক সামরিক হেলিকপ্টারে ক্ষয়ক্ষতি জরিপের পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই দুর্যোগ সবকিছু বিধ্বস্ত করে দিয়ে গেছে, এখন অনেক কাজ করার আছে। আমাদের সামনে একটি বড় পরিচ্ছন্ন কার্যক্রম চালাতে হবে।’ অ্যাশবার্টন শহরে ৩৫ হাজার মানুষ বন্যার পানিতে অবরুদ্ধ ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর্ডার্ন বলেন, রাস্তা ও রেল যোগাযোগ পুনরুদ্ধার করতে ক্রুরা হিমশিম খাচ্ছে।