চীনের বিনিয়োগকৃত স্টিল মিলে মালয়েশিয়ার জাতীয় দিবস পালিত

218

কুয়ানতান (মালয়েশিয়া), ১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : মালয়েশিয়ানরা শুক্রবার তাদের ৬১তম জাতীয় দিবস পালন করেছে। দেশটিতে অ্যালায়েন্স স্টিল কোম্পানির অনেক চীনা শ্রমিক তাদের সহকর্মীদের সঙ্গে উৎসবে যোগ দিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় অ্যালায়েন্স স্টিলে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়েছে। এতে প্রায় ১ হাজার মালয়েশিয়ান ও চীনা কর্মী যোগ দেয়।
এ সময় স্থানীয় স্টাফরা তাদের পরিবারের সদস্যদের কাজের স্থান দেখানোর সুযোগ পায়।
এই প্রথমবারের মতো ২৪ বছর বয়সী মুহাম্মাদ ফরিদুদ্দিন বিন আফেন্দি তার স্ত্রীকে অ্যালায়েন্স স্টিল এর কম্পাউন্ডে নিয়ে এসেছেন। তিন মাস আগে তিনি এখানে যোগ দেন।
তার স্ত্রী আধুনিক এই কারখানা দেখে মুগ্ধ।
১৪০ কোটি মার্কিন ডলার ব্যয়ে প্রতিষ্ঠিত এই কারখানা থেকে বছরে ৩৫ লাখ টন ইস্পাতজাত দ্রত উৎপাদিত হয়।