বাসস ক্রীড়া-১৩ : ৪ দিনে ১২ ম্যাচ হবে মিরপুরে

157

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-ডিপিএল
৪ দিনে ১২ ম্যাচ হবে মিরপুরে
ঢাকা, ১ জুন ২০২১ (বাসস) : বৃষ্টির কারণে চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দু’দিন পিছিয়েছিলো ঢাকা মহানগরীর ক্রিকেট কমিটি (সিসিডিএম)।
কিন্তু সেই সিদ্বান্ত থেকে সড়ে এসে নতুনভাবে সিসিডিএম জানিয়েছে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পরের দুই রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। অর্থাৎ, ৪ দিনের মিরপুরে ১২ ম্যাচ হবে।
বিকেএসপির দুই মাঠে প্রতিদিন চার ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু আজকের বৃষ্টিতে মাঠ জলাবদ্ধ হয়ে পড়ায় মিরপুরে ম্যাচ আয়োজনে নতুন সিদ্বান্ত নেয় সিসিডিএম।
তিন ভেন্যু মিরপুর, বিকেএসপি তিন নম্বর মাঠ ও বিকেএসপির চার নম্বর মাঠে একদিনে ছয়টি করে ম্যাচের সূচি ছিলো। কিন্তু দু’দিনে ছয়টি ম্যাচ আয়োজন করবে মিরপুর স্টেডিয়াম।
আজকের বৃষ্টির কারনে দ্বিতীয় রাউন্ডে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারেনি। যা আগামীকাল অনুষ্ঠিত হবে। তৃতীয় রাউন্ডের ছয়টি ম্যাচ মিরপুরে হবে ৪ ও ৫ জুন।
এতে বন্ধ থাকা দু’টি দিন ২ ও ৫ জুনও খেলা হবে। মিরপুরে প্রতিদিন তিনটি ম্যাচ শুরু হবে যথাক্রমে সকাল ৯টায়, দুপুর ১টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৬ টায়।
বাসস/এএমটি/১৯২০/স্বব