বাসস বিদেশ-৬ : ‘দ্রুত’ বন্দি বিনিময় বিষয়ে ইসরাইলের সাথে আলোচনায় প্রস্তুত হামাস

132

বাসস বিদেশ-৬
ইসরাইল-ফিলিস্তিন-সংঘাত-বন্দি
‘দ্রুত’ বন্দি বিনিময় বিষয়ে ইসরাইলের সাথে আলোচনায় প্রস্তুত হামাস
গাজাসিটি (ফিলিস্তিনভূখন্ড), ১ জুন, ২০২১ (বাসস ডেস্ক) : ইসরাইলের সাথে মে মাসে ফিলিস্তিনের রক্তক্ষয়ী সামরিক সংঘর্ষের পর হামাস বন্দি বিনিময় বিষয়ে‘ পরোক্ষ ও দ্রুত’আলোচনা করতে প্রস্তুত রয়েছে। কট্টর ইসলামপন্থী এ সামরিক গ্রুপ সোমবার একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সম্ভাব্য বন্দি বিনিময় বিষয়ে এএফপি’র প্রশ্নের জবাবে ইয়াহিয়াসিন ওয়ার বলেন, ‘এ প্রস্তাব এগিয়ে নিতে পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে এটি এখন একটি বড় সুযোগ।’
তিনি বলেন, ‘আমরা বন্দি বিনিময় করতে পরোক্ষ, জরুরি ও দ্রুত আলোচনার জন্য প্রস্তুত রয়েছি।’
মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামালের সফরের সময় গাজা উপত্যকায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান এ বিবৃতি দেন।
ইসরাইল ও হামাসের মধ্যে কায়রোর মধ্যস্থতায় একটি স্থায়ী অস্ত্রবিরতি চুক্তি করার লক্ষ্যে কামাল কাজ করছেন। ফিলিস্তিন যোদ্ধা ও ইসরাইলের মধ্যে ১১ দিনের পাল্টাপাল্টি হামলার পর গত ২১ মে তাদের মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তি কার্যকরকরাহয়।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গাজায় ইসরাইলি বিমান হামলায় ২৫৪ ফিলিস্তিনি নাগরি কপ্রাণ হারিয়েছে। এদেও মধ্যে ৬৬ শিশু রয়েছে।
অপরদিকে গাজা থেকে ইসরাইলে ছোড়া রকেট হামলায় ১২ জন নিহত হয়।
বাসস/এমএজড/১৭০০/জেহক