বাসস দেশ-২১ : সারাদেশে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত

128

বাসস দেশ-২১
সারাদেশ-দুগ্ধ-দিবস
সারাদেশে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত
ঢাকা, ১ জুন, ২০২১ (বাসস) : বিশ্ব দুগ্ধ দিবস আজ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সারাদেশে আজ বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত হয়েছে। ২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। বিশ্ব দুগ্ধ দিবস-২০২১ এর প্রতিপাদ্য ‘সাসটেইনেবিলিটি ইন দ্য ডেইরি সেক্টর উইথ মেসেজ অ্যারাউন্ড দ্য এনভায়রমেন্ট নিউট্রেশন অ্যান্ড সোসিও ইকোনোমিকস’।
বাসস-এর জেলা সংবাদদাতাদের পাঠানো খবরে জানা যায়-
নাটোর : জেলায় ১ লাখ ৬৬ হাজার ৬৩৫ টন বাৎসরিক চাহিদার বিপরীতে বাৎসরিক দুধ উৎপাদন হচ্ছে ১ লাখ ৯০ হাজার টন। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আজ বেলা ১১ টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা প্রাণিসসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মওলা খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত কুমার সরকার, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান প্রমুখ। সভায় জানানো হয়, মেধাবী জাতি গঠনে দুধের ভূমিকা সর্বাধিক। প্রতিদিন জেলার প্রত্যেক ব্যক্তির ২৫০ মিলিলিটার দুধের চাহিদা পূরণ শেষে ২৩ হাজার ৩৬৪ টন দুধ উদ্বৃত্ত থাকছে। উদ্বৃত্ত দুধ যাচ্ছে দেশের ঘাটতি এলাকাগুলোতে। জেলা প্রাণিসসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা বাসস’কে জানান, বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের জন্যে চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন শেষে পুরষ্কার বিতরণ করা হবে। সরকারি শিশু পরিবার, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও এতিমখানার ১ হাজার শিশুকে টি-শার্ট প্রদান ও দুধ পান করানো হবে।
গোপালগঞ্জ : জেলার টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এ দিবস পালিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াসুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, শিক্ষা অফিসার কল্পনা ঘোষ, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. মিলন ম্যোলা, জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বগুড়া : বেলা ১ টায় জেলা প্রাণী সম্পদ ও ডেইরি শিল্পের উদ্যোগে বগুড়া শিশু পরিবারের মধ্যে দুগ্ধ বিতরণ করা হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
অনষ্ঠানে শিশু পরিবারের ১৬০ জন শিশুকে আড়ং এর দুধের প্যাকেট খাওযানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বগুড়া সদর উপজেলার ইউএনও আজিজুর রহামান, ইডিএলও ড. মো. মাসুদুর রহমান, শিশু পরিবারের কর্মকর্তা রীপা মোনালিসা প্রমুখ।
ঝিনাইদহ : সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণি সম্পদ ও ডেইর উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী, সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম। এছাড়া সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার ব্যানার্জী, ডেইরি ফার্মার এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মোহাম্মদ ফারুকসহ প্রাণি সম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত শিশুদের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়।
শেরপুর: জেলা প্রাসিম্পদ দপ্তর চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক, ডিআইওয়ান আবুল বাশার মিয়া, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত, ভেটেরিনারি সার্জন ডা. মো. ফজলুল হক, খামারি প্রকৌশলী তানজীব হাসান হিমেল প্রমুখ। এর আগে এক বর্ণার্ঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা, ক্যুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
পিরোজপুর: জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে সকাল ১০টায় একটি শোভাযাত্রা বের করা হয়, এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সার্কিট হাউজ মিলনায়তনে বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমজাদ হোসেন ভূইয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চৌধুরী রওশন ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী, প্রেস ক্লাবের আহ্বায়ক গৌতম চৌধুরী।
নড়াইল : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডডিপি)-এর সহযোগিতায় জেলায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে সকাল ১০টায় এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রিয়াজুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. জিল্লির রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।
রাঙ্গামাটি : বেলা ১১টায় শহরের তবলছড়িস্থ প্রাণী সম্পদ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
শিশু পরিবারের শিশুদের হাতে গরুর দুধ তুলে দেন জেলা পরিষদ সদস্য ও প্রাণী সম্পদ বিভাগের আহবাহয়ক রেমলিয়ানা পাংখোয়া। অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বরুণ কুমার দত্ত, প্রাণী সম্পদ বিভাগের ডা. দেবরাজ চাকমা, জেলার দুগ্ধ খামারীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট : জেলা প্রাণী সম্পদ বিভাগ আজ এক ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক মো শরীফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভাপতি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খ ম আবদুর রহমান রনি প্রমুখ।
বাসস/এনডি/সংবাদদাতা/১৬৫০/কেজিএ