বাসস দেশ-১৬ : মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীতে কৃষি বিভাগের ৯ হাজার ৬৫৫টি গাছের চারা বিতরণ

116

বাসস দেশ-১৬
মুজিববর্ষ-চারা-বিতরণ
মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীতে কৃষি বিভাগের ৯ হাজার ৬৫৫টি গাছের চারা বিতরণ
নীলফামারী, ১ জুন, ২০২১ (বাসস) : মুজিববর্ষ উপলক্ষে জেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে ৯ হাজার ৬৫৫ টি ফলদ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে এসব চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান জানন, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ৪২টি কৃষক গ্রুপের মধ্যে ১ হাজার ৩১৬ জন কৃষককে ৯ হাজার ৬৫৫টি ফলদ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে মাল্টা ৩ হাজার ৮০০, নিম ১ হাজার ২৬০, পেয়ারা ১ হাজার ৩৮০, লিচু ১ হাজার ৬৬০, আম ১ হাজার ৪৮৫, লোটকন ৭০টি রয়েছে।
বাসস/এনডি/সংবাদাতা/১৬১০/কেজিএ