বাসস ক্রীড়া-৮ : পরিবারসহ কোহলি-রোহিতদের ইংল্যান্ড সফরের অনুমতি দিলো ইসিবি

111

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-ভারত দল
পরিবারসহ কোহলি-রোহিতদের ইংল্যান্ড সফরের অনুমতি দিলো ইসিবি
নয়া দিল্লি, ১ জুন ২০২১ (বাসস) : পরিবারসহ বিরাট কোহলি-রোহিত শর্মাদের সফরের অনুমতি দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড(ইসিবি)।
আগামী ১৮ জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আগামীকাল ইংল্যান্ডে উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। পরিবার নিয়েই বিরাট কোহলি-রোহিত শর্মাদের যুক্তরাজ্যে আসার অনুমতি দিয়েছে (ইসিবি)।
প্রায় চার মাসের দীর্ঘ সফরে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
তাই দীর্ঘ সফরের কথা চিন্তা করে পরিবার নিয়ে যাবার জন্য ইসিবির কাছে বিশেষভাবে অনুরোধ করেছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অবশেষে ভারতের খেলোয়াড়দের জন্য সুখবর দিলো ইসিবি। পরিবার নিয়েই ইংল্যান্ডের মাটিতে পা রাখতে পারবে কোহলি-রোহিত-রাহানেরা।
ইংল্যান্ডে রওনা দেয়ার আগে মুম্বাইয়ে কোয়ারেন্টাইন পর্ব শেষ করলো ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের গিয়েও কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতকে।
কোয়ারেন্টাইনে থাকলেও, অনুশীলন করতে পারবে ভারত। প্রথমে ছোট-ছোট দলে এবং পরে বড় দলে অনুশীলন করবে তারা। এরমধ্যে কয়েকবার করোনা পরীক্ষা দিতে হবে ভারতের পুরো দলকে। কোয়ারেন্টাইন শেষে পুরো দল একত্রে অনুশীলন শুরু করবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের লড়াই হবে সাউদাম্পটনে। মাঠের মধ্যেই থাকা হোটেলে থাকবে ভারত। তাই পরিবার নিয়ে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না কোহলি এন্ড কোংকে।
বাসস/এএমটি/১৬০৫/স্বব