বাসস দেশ-৩ : গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ১০

210

বাসস দেশ-৩
গাইবান্ধা-দুর্ঘটনা
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ১০
গাইবান্ধা, ১ সেপ্টেন্বর, ২০১৮ (বাসস) : জেলার পলাশবাড়ী উপজেলায় গতরাত সোয়া ১২টায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ৬ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
উপজেলার গাইবান্ধা পলাশবাড়ী সড়কে মোহাদিপুর রাইস মিল এলাকায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা স্থানীয়ভাবে কাঁকড়া হিসেবে পরিচিত হাবিব-হাকিম ফুডের একটি ট্রলির সঙ্গে গতরাত সোয়া ১২টায় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয় এবং ১২জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠান।
হাসপাতালে নেয়ার পথে আহত এক শিশু ও অপর এক ব্যক্তি মারা যান। গুরুতর আহত অপর ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায় বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
নিহতদের তাতক্ষণিক পরিচয় জানা যায়নি। তবে বাসের এক যাত্রী সালমা খাতুন জানান, বাসের যাত্রীরা জেলার সাঘাটা, সাদুল্লাপুর এবং সদর উপজেলা এলাকার।
বাসস/সংবাদদাতা/অনুবাদ-এমএবি/১২৫৫/এসই