বাসস দেশ-১০ : পিরোজপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

126

বাসস দেশ-১০
বিশ্ব দুগ্ধ দিবস
পিরোজপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
পিরোজপুর, ১ জুন, ২০২১ (বাসস): জেলায় আজ বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে সকাল ১০টায় একটি র‌্যালি বের করা হয় র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সার্কিট হাউজ মিলনায়তনে বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন ভূইয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চৌধুরী রওশন ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারী, প্রেস ক্লাবের আহ্বায়ক গৌতম চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান নাছিম আলী, জেলা ফার্ম এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আলমগীর হোসেন, খামারীদের পক্ষে মোঃ সোহান এবং নাজিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন । আলোচনা শেষে সরকারি শিশু সদনের শিশুদের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ এবং রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪১৫/-নূসী